নিঃশব্দে বিচরণ নয়শুধু; ভালোবাসায় -অব্দুস সবুর
×
নিঃশব্দে বিচরণ নয়শুধু; ভালোবাসায়
-অব্দুস সবুর
তুমি আমার কবিতায়—
শব্দের ভিড়ে নীরব এক মায়া,
যাকে ছোঁয়া যায় না,
তবু না ছুঁয়েই
মন ভিজে যায় বারবার।
তুমি আমার গদ্যে—
সবচেয়ে সুন্দর অসম্পূর্ণ বাক্য,
যার শেষ নেই,
যার শুরু আর শেষের মাঝখানে
আমি বারবার তোমাকেই পাই।
তুমি আমার এ দেহের প্রতিটি কোষে—
যেন আলো,
যেন হালকা কাঁপুনি,
যেন সন্ধ্যা নামার ঠিক আগের
শেষ রোদটুকু।
তুমি হাসলে
আমার সমস্ত ক্লান্তি কুয়াশা হয়ে যায়,
তুমি চুপ থাকলেও
মন ভরে থাকে তোমার অস্তিত্বে।
ভালোবাসি—
এই শব্দটা ছোট,
কিন্তু তুমি যে এত গভীর,
আমার জীবনও সে গভীরতায়
ডুবে থাকতে চায় চিরকাল।
যদি একদিন শব্দ হারিয়ে যায়,
তবু এই নিঃশ্বাস জানবে—
আমি, শুধু তোমার।
২৯/১১/২০২৫ইং
Live TV